স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হচ্ছে চসিক

জরিমানা আজ থেকে

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

কোভিড-১৯ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত বিধিনিষেধ মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে মনিটরিং করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে গতকাল নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়েছে। প্রথম দিন কাউকে জরিমানা না করে সতর্ক করা হয়। তবে আজ শনিবার থেকে জরিমানা করা হবে বলে জানান তিনি।
জানা গেছে, গতকাল মারুফা বেগম নেলীর নেতৃত্বে নগরের কাজীর দেউড়ি, লালখান বাজার, ওয়াসা মোড় ও জিইসি মোড় এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় গ্রাহকদের টিকা সনদ ও মাক্স পরার বিষয় নিশ্চিত করার জন্য রেস্টুরেন্ট মালিকদের নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং দ্রুত ভ্যাক্সিন নেয়ার বিষয়ে সচেতন করেন।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে নগদ টাকাসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবায়েজিদে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার