চন্দনাইশের দোহাজারী পৌরসভার বিভিন্ন শপিংমলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৩ ক্রেতা-বিক্রেতাকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে। গত রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে গত রোববার দোহাজারীর বিভিন্ন শপিংমলে অভিযান চালান। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে বেচা-বিক্রি করায় হাজারী টাওয়ার, খান প্লাজা, হাজারী শপিং সেন্টার, রহমান প্লাজা ও সামশুদ্দিন সুপার মার্কেটের বিভিন্ন দোকানের ১৩ ক্রেতা-বিক্রেতাকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। ব্যবসায়ী মো. মনছুরকে ৫শ, মো, জয়নালকে ৫শ, মো. মামুনকে ২ হাজার, জিয়াউদ্দিনকে ১ হাজার ৫শ এবং ক্রেতা মো. হোছাইনকে ২ হাজার, রেশমাকে ১ হাজার ৫শ, ফজলুল কাদেরকে ১ হাজার ২শ, আবু ছাদেককে ৩শ, মনিরুজ্জামানকে ২শ, মাসুমকে ২শ, জোবায়েদকে ২শ, বশিরকে ৩শ, বদিউলকে ১শ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন বলেন, প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনার শর্ত থাকলেও তা মানা হচ্ছে না। মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।