গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা কর্ণফুলী উপজেলা শাখার যৌথ উদ্যোগে গত শুক্রবার মইজ্জ্যারটেক চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের করোনা পরিস্থিতি বিবেচনাই গণপরিবহনের ভাড়া ৬০% বৃদ্ধি করে। সেই প্রেক্ষিতে পরিবহনগুলো ভাড়া বৃদ্ধি করলেও স্বাস্থ্য বিধি মানছে না। গণপরিবহনগুলো স্বাস্থ্যবিধি না মানলে ভাড়া বাড়ানো অযোক্তিক। করোনা মোকাবিলায় সচেতন হওয়া প্রতিটি নাগরিকের উচিৎ। কারণ লকডাউনে যাওয়া মানে গরীবের জীবনে দুর্বিষহ নেমে আসা। এতে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, কর্ণফুলী উপজেলা ইসলামী ফ্রন্টের দপ্তর সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, যুবসেনা মহানগর উত্তরের সভাপতি হাবিবুল মোস্তফা সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক বশির আহমদ। কর্ণফুলী উপজেলা ছাত্রসেনার সভাপতি আরাফাত হোসেনের সভাপতিত্বে ও কর্ণফুলী উপজেলা যুবসেনার যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এম এ করিম, আ.ল.ম হুমাইর কাইসান, মাওলানা জাহিদ, নুরুল আক্কাস জীবন, তসকির আহমেদ, জামসেদুল ইসলাম, সাইফুল ইসলাম, দৌলতুল ইসলাম সাকলাইন, সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











