চলমান কঠোর লকডাউনে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানার জন্য বিভিন্নভাবে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম জেলা রোভার স্কাউটের সদস্যরা। জনগণকে মাস্ক পড়তে উৎসাহিত করা, ঘন ঘন হাত ধোয়া, লকডাউন চলাকালীন অযথা ঘরের বাইরে বের না হওয়াসহ নানাবিধ স্লোগান নিয়ে রোভার সদস্যরা কাজ করছে। জাতির যেকোন দুর্যোগে রোভাররা সেবার মানসিকতায় কাজ করে যাচ্ছেন। গত ৪ জুলাই নগরীর কাজীর দেউড়ীর মোড়ে ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের ডিআরএসএল স্কাউটার মোহাম্মদ এনাম, জেলা রোভারের এলটি প্রতিনিধি স্কাউটার এস এম আফজর রহমান এলটি, অধ্যাপক মো. জামাল উদ্দীন হায়দার, রোভার পারভেজ সরকার, রোভার জাকারিয়া সাকিব, রোভার মো. সাজ্জাদ হোসেন। তাছাড়া কর্ণফুলী ও রাঙ্গুনিয়া উপজেলায় এ জে চৌধুরী কলেজ ও রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা প্রশাসনের সাথে লকডাউন বাস্তবায়ন ও জনসচেতনতামূলক ক্যাম্পেইনে কর্ণফুলী উপজেলায় সিনিয়র রোভার মেট সাইফুল ইসলাম রানা ও রাঙ্গুনিয়া উপজেলায় সিনিয়র রোভার মেট শাহজাহান ভুইয়ার নেতৃত্বে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।