জনকল্যাণমূল সংগঠন নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মানা, পরিবেশ রক্ষা ও জনবলবিহীন কুরবানিদাতাদের স্বার্থে ‘কুরবানি সেবা প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। আগ্রহীদের আগামী ৩০ জুনের মধ্যে নিষ্ঠা ফাউন্ডেশনের কার্যালয়ে এসে ফরম পূরণ করার আহবান জানানো হয়।
এ উপলক্ষে জামালখানস্থ নিষ্ঠা ফাউন্ডেশনের কার্যালয়ে কুরবানী সেবা প্রকল্পের প্রধান এম এ সবুরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি চবি অধ্যাপক ড. নুর হোসাইন, ট্রাস্টি অধ্যাপক দিদারুল আলম, পিআরও মামুন প্রমুখ।
সভায় ড. নুর হোসাইন বলেন, সংস্থার উদ্যোগে মৃতদের দাফন-কাফন-জানাজা ও সৎকার, অক্সিজেন সেবা ও অ্যাম্বুলেন্স সেবাসহ বহুমুখী সেবা চলমান রয়েছে। অপরদিকে পবিত্র কুরবানি অত্যাসন্ন। সামর্থবানদের কুরবানির দেয়া ওয়াজিব। কিন্তু দেশে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কমে যাওয়ার পর নতুন করে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আবার বাড়ছে।
মন্ত্রী ও বিশিষ্টজনেরাও এখন আক্রান্ত হচ্ছেন। কুরবানিতে স্বাস্থ্যবিধি না মানলে তদোত্তর মহামারী আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই কুরবানি নিয়ে অনেকেই চিন্তিত। এমতাবস্থায় করোনা সংক্রমণ ঝুঁকি এড়ানোর লক্ষ্যে কিছু সুনির্দিষ্ট নীতিমালার আলোকে নিষ্ঠা ফাউন্ডেশন ‘কুরবানি সেবা প্রকল্প’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। আগ্রহী ব্যক্তিরা উক্ত সেবা গ্রহণপূর্বক চিন্তামুক্ত কুরবানি আদায় করতে পারেন। প্রেস বিজ্ঞপ্তি।











