স্বাস্থ্যবিধি না মেনে বাসে ভ্রমণ করার অপরাধে কদমতলীতে বাস থেকে নামিয়ে ১৬ যাত্রীকে জরিমানা করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে কদমতলী মোড়ে পরিচালিত অভিযানে আদালত–১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান প্রত্যেক যাত্রীকে ১০০ টাকা করে জরিমানা করেন। একইদিন পৃথক তিন অভিযানে মোট ৪৮ মামলায় ৫০ হাজার ১শ টাকা জরিমানা করেন পৃথক তিন আদালত। বিআরটিএ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নগরীর কদমতলী, কাস্টমস মোড় ও বন্দর এলাকায় অভিযান চালিয়েছে বিআরটিএ আদালত–১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান। তিনি ৩২ মামলায় ২৬ হাজার ১শ টাকা জরিমানা করেন। তন্মধ্যে অতিরিক্ত যাত্রী নেওয়ায় ৬ বাসকে ৮ হাজার টাকা, স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ১৯ মামলায় ৮ হাজার ৫শ টাকা জরিমানা করেন।
আদালত–১৩ এর বেঞ্চ সহকারি ফরহাদ হোসেন জানান, কদমতলী এলাকায় করোনা প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে যানবাহনে চলাচল করতে বলা হয়েছে। এতোদিন বাসের চালক–হেলপারকে জরিমানা করা হয়েছিল। রোববার কদমতলীতে ১৬ জন যাত্রীকে বাস থেকে নামিকে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেছেন আদালত–১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যদিকে নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেন বিআরটিএ আদালত–১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী এবং নগরীর অক্সিজেন মোড়ে অভিযান চালিয়ে ৮ মামলায় ৯ হাজার টাকা জরিমানা করেন আদালত–১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ।