স্বাস্থ্যখাতের উন্নয়নে ‘কেরালা মডেল’ অনুসরণ করা উচিত

ড. মইনুল ইসলাম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

স্বাস্থ্যখাতের উন্নয়নে ‘কেরালা মডেল’ অনুসরণের দাবি জানিয়েছেন অর্থনীতি ড. মইনুল ইসলাম। আগামী অর্থবছরের বাজেট থেকে এর প্রতিফলন শুরু দেখতে চান এ অর্থনীতিবিদ। মুলত চলতি করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে পুরো ভারত লন্ডভন্ড। অক্সিজেনের সংকট, হাসপাতাল ও চিকিৎসকের সংকট দেখা দিয়েছে ভারতে। কিন্তু সেখানকার কেরালা রাজ্যে কোভিড চিকিৎসায় কোন বেগ পেতে হয়নি।
রাজ্যটিতে উৎপাদিত অক্সিজেন নিজেরা ব্যবহার করে, পার্শ্ববর্তী রাজ্যেও কোভিড চিকিৎসার জন্যেও সরবরাহ করছেন। এতে কেরালা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নতুন করে আলোচনায় আসে। ভারত বাদেও সারা বিশ্বেও প্রশংশিত হচ্ছে কেরালা মডেল।
ড. মইনুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, ‘কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য সরকার মোটেও প্রস্তুত ছিল না। যার জন্য বসুন্ধরা কনভেশন সেন্টারে দুই হাজার বেডের যে ফিল্ড হসপিটাল গড়ে তোলা হয়েছিল, সেটা সম্পূর্ণরূপে তারা বন্ধ করে দিয়েছে। প্রায় ৮৩ কোটি টাকা খরচ করে এটি বানানো হয়েছিল। কিন্তু এটা ব্যবহার হয়নি। হাসপাতালের নানান সরঞ্জামও অন্যত্র সরিয়ে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের প্রস্তুতি ছিল না। এখন আবার নতুন করে প্রস্তুতি নিতে হচ্ছে। আবার এবারের কোভিড সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। এটির মৃত্যুহারও অনেক বেশি। এটি অতি দ্রুত মানুষের ফুসফুস আক্রমণ করছে। মৃত্যুহার যার জন্য বেশি।
সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গি এখনো সেটা যথেষ্ট গণমুখী হয়নি। স্বাস্থ্য ব্যবস্থাকে আরও অনেক গণমুখী করতে হবে। এজন্য আমরা বলেছি, ভারতের কেরালার যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটার দিকেই যাতে মনযোগ দেওয়া হয়। সেটাকে অনুসরণ করে ‘কেরালা মডেলের’ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুললে সমস্যাগুলো ভবিষ্যতে আমরা সহজে মোকাবেলা করতে পারবো। বিষয়টি মাথায় রেখে বাজেট প্রণয়ণ করা গেলে দীর্ঘ মেয়াদে সুফল পাওয়া যাবে। এজন্য সরকারকেই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাইভেট-পাবলিক পার্টনারশিপে জোর দিতে হবে
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যখাত নিয়ে ভাবার তাগিদ