পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর রাখা মানুষের নৈতিক দায়িত্ব। প্রত্যেক মানুষের উচিৎ যে তার আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা। কেননা একটি পরিচ্ছন্ন পরিবেশে মানুষেরা সুস্থভাবে বাঁচতে সক্ষম হয়। একইভাবে পরিবেশ দূষিত হওয়ার কারণে মানুষ বিভিন্ন রোগবালাই আক্রান্ত হয়। বলা যেতেই পারে যে, পরিবেশ দূষণ হওয়ার কারণে মানুষেরা শারীরিক ও মানসিক অসুস্থ হয়ে পড়ে। ফুসফুসে ক্যান্সার, হৃদরোগে আক্রান্ত এবং বিভিন্ন মরণব্যাধি রোগও হয়ে থাকে এই অসুস্থ নোংরা পরিবেশের কারণে। শিশুর মেধা বিকাশ, বৃদ্ধদের সাবলীল জীবন যাত্রার বড় বাধা হয়ে উঠে অপরিচ্ছন্ন পরিবেশ। আর এই পরিবেশ দূষিত হওয়ার পেছনে মূলত সমাজের মানুষেরাই দায়ী। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা। সড়কের পাশে বিশাল ময়লার স্তূপ গড়ে তোলা। বিভিন্ন নালা নর্দমায় পলিথিন আর প্লাস্টিক ফেলা ইত্যাদি। এইভাবে চারপাশের পরিবেশ ব্যাপক মাত্রায় দূষিত করে স্বাভাবিক জীবন কঠিন করে তোলা মানুষের জন্য ক্ষতির কারণ ছাড়া আর কিছুই নয়। সুতরাং মানুষের উচিৎ যে তাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যেখনে সেখানে ময়লা না ফেলানো। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে সুস্থ পরিবেশ নিশ্চিত করা। স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা। নিজে সুস্থ থাকা অন্যকে সুস্থ রাখার পরিবেশ নিশ্চিত করা। সর্বোপরি একটি সুস্থ পরিবেশে সকলেই মিলে একসঙ্গে সমাজবদ্ধ হয়ে জীবনযাপন করা।
সাদিক ইবনে কাদের
শিক্ষার্থী,
চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।