স্বামী-স্ত্রী পরিচয়ে উঠেন হোটেলে, পরদিন নারীর মরদেহ উদ্ধার

নগরের বহদ্দারহাট

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

নগরের বহদ্দারহাটের আবাসিক হোটেল ‘গুলজার’ থেকে লিপি আকতার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত পৌনে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে ফরহাদ নামে এক যুবকসহ গত শনিবার রাতে ওই হোটেলে উঠেন লিপি। তখন নিজেদের স্বামীস্ত্রী পরিচয় দেন তারা। লাশ উদ্ধারের সময় পাওয়া যায়নি ফরহাদকে। পলাতক ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার আমিনাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে।

চান্দগাঁও থানার ওসি (তদন্ত) মো. সবেদ আলী আজাদীকে জানান, স্বামীস্ত্রী পরিচয়ে দুজন আবাসিক হোটেল গুলজারে রুম ভাড়া নেন। রুমের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। পুলিশ ওই রুমে প্রবেশ করে দেখতে পায়, বাথরুমে গলায় উড়না পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ। তখন রুমে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তিকে পাওয়া যায়নি।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে কোনো এক সময় ওই তরুণীর গলায় উড়না পেঁচিয়ে হত্যা করে ফরহাদ পালিয়েছে। লাশটি কক্ষের বাথরুমে পাওয়া গেছে। গলায় উড়না পেঁচানো ছিল এবং পেছনে মুড়িয়ে হাতপা বাঁধা অবস্থায় ছিল।

একটি সূত্র জানিয়েছে, ওই নারী আগেও অন্য লোকের সাথে একই হোটেলে উঠেছিল।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে চট্টগ্রামে অক্টোবরের ২০ দিনে সেপ্টেম্বরের চেয়ে বেশি রোগী
পরবর্তী নিবন্ধবহদ্দারহাট কাঁচাবাজারে নানা অনিয়ম, চার প্রতিষ্ঠানকে জরিমানা