স্বামী-সন্তান রেখে মারা গেলেন বিস্ফোরণে দগ্ধ নিতু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন মাস্টারপুলে বিস্ফোরণে দগ্ধ গৃহিনী ও সঙ্গীত শিল্পী জুয়েল পালের স্ত্রী নিতু পাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে আজাদীকে নিশ্চিত করেছেন নিতু পালের ভাসুর রাসেল পাল। গত ৬ জানুয়ারি সন্ধ্যায় নগরীর মাস্টারপুুলের হক বিল্ডিংয়ের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস লাইন লিকেজ হয়ে দুর্ঘটনা ঘটেছে এমনটা ধারণা পরিবারের। বিস্ফোরণে সংগীতশিল্পী জুয়েল পাল ও তার স্ত্রী নিতু পাল দগ্ধ হন। জুয়েলের হাত ও মাথা এবং নিতু পালের শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়। বিস্ফোরণে বাসার দরজা, জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঘরের প্রায় সবকিছু পুড়ে গেছে জানিয়ে ঘটনার দিন রাতে রাসেল পাল আজাদীকে জানায়, জুয়েল পাল তার স্ত্রী ও ৭ বছর বয়সী সন্তানকে নিয়ে হক বিল্ডিংয়ের নিচ তলায় থাকতেন। বিস্ফোরণে স্বামীস্ত্রী দগ্ধ হলেও তাদের ছেলে অক্ষত রয়েছে। আশেপাশের লোকজন এসে তাকে নিরাপদে উদ্ধার করে। জুয়েল ও নিতুকে চমেক হাসপাতালে নেওয়ার কথা জানিয়ে রাসেল সেদিন আরও জানিয়েছিলেন, জুয়েল পালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তবে তার স্ত্রী নিতু পালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধআদালতের সাথে প্রতারণার অভিযোগ, ভূমি কর্মকর্তার জেল