স্বামী ও শাশুড়ি জোর করে আমাকে বিষপান করিয়েছে

সাতকানিয়ায় মৃত্যুর আগে গৃহবধূর স্বীকারোক্তি

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ২:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় এক গৃহবধূকে জোরপূর্বক স্বামী ও শাশুড়ি মিলে বিষপান করিয়ে মৃত্যুর কোলে পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের বারদোনা গ্রামের বাহাদির পাড়ায় ঘটেছে।

নিহত ওই মহিলার নাম আমেনা বেগম (২৪)। তিনি উপজেলার সদর ইউনিয়নের বারদোনা গ্রামের বাহাদির পাড়ার মোহাম্মদ ইউসুফের স্ত্রী।

নিহত আমেনা বেগমের ভাগ্নে মোহাম্মদ তৌসিফ জানান, ২০২২ সালে পারিবারিকভাবে নিহত আমেনা বেগমের সাথে মোহাম্মদ ইউসুফের বিয়ে হয়। বিয়ের পর হতে বিভিন্ন বিষয় নিয়ে তাদের পরিবারে অশান্তি লেগে থাকতো। তুচ্ছ ঘটনায় আমেনার স্বামী ও শাশুড়ি শারীরিক ও মানসিক নির্যাতন করতো।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি) আমেনাকে তার স্বামী ও শাশুড়ি দিনভর শারীরিক নির্যাতন করে ও পরে জোর করে তাকে বিষপান করিয়ে দেয়। যাতে আমেনা মরে যায়। বিষপান করিয়ে তারা দুজনই বাড়ি থেকে সটকে পড়ে।

এরপর আমেনা ছটফট করলে বাড়ির পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানেই শনিবার (১৭ জানুয়ারি) ১১ টার দিকে বিষক্রিয়ায় চিকিৎসারত অবস্থায় আমেনা বেগম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আমরা আইনগত ব্যাবস্থা গ্রহণ করবো।

মৃত্যুর আগে আমেনা বেগম হাসপাতাল বেডে শুয়ে শুয়ে বলে গেছেন, তার স্বামী ও শাশুড়ি জোর করে তাকে বিষপান করিয়েছে।

নিহত আমেনা বেগমের বাপের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীর পাড়ায়। তাঁর ২ বছর বয়সী একটি কন্যাসন্তান আছে।

সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন জানান, বিগত দিনে তাদের পারিবারিক কলহ নিয়ে তাহার নিকট শালিসি বৈঠক হয়েছিল। বৈঠকে ছেলে পক্ষের আচরণ একেবারেই গ্রহণযোগ্যতা ছিল না।গতকাল রাতে শুনলাম মেয়েটি মারা গেছে। বিষয়টি জানার পর নিজেই খুবই মর্মাহত।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় চোরাই ৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার, চোর গ্রেপ্তার