স্বামী ও ভাসুরের তিনদিনের রিমান্ড

সুপ্তি হত্যা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ৪:২৬ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং এলাকায় গৃহবধূ সুপ্তি মল্লিকের লাশ উদ্ধারের ঘটনায় স্বামী বাসু দেব ও ভাসুর অনুপমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ২য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে পুলিশের করা আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করা হয়।
আদালত সূত্র জানায়, পুলিশ আদালতে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত সুপ্তির লাশ উদ্ধারের ঘটনায় স্বামী ও ভাসুরের কোনো সম্পৃক্ততা আছে কিনা তা খুঁজে বের করতে রিমান্ড চাওয়া হয়েছে।
গত ৪ নভেম্বর রাতে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ডবলমুরিংয়ের চৌমুহনীর পানওয়ালা পাড়ার নাসিমা মঞ্জিলের একটি কক্ষ থেকে সুপ্তি মল্লিকের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরদিন সুপ্তির বাবা সাধন কুমার মল্লিক ডবলমুরিং থানায় হাজির হয়ে সুপ্তির স্বামী ও ভাসুরকে অভিযুক্ত করে একটি মামলা করেন। নিহত সুপ্তি মল্লিক রাঙামাটি জেলার কাপ্তাই এলাকার সাধন কুমার মল্লিকের মেয়ে। গত তিনমাস আগে বাসু দেবের সাথে সুপ্তির বিয়ের পর তারা পানওয়ালা পাড়ার বাসায় বসবাস করে আসছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন
পরবর্তী নিবন্ধচবির সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পাচ্ছে ইউজিসির শিক্ষাঋণ