গৃহবধূ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মাহমুদা খানম আঁখির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় স্বামী আইনজীবী আনিসুল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার মহানগর হাকিম মেহনাজ রহমান এ আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার আনিসুলের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. জাকির হোসেন। আদালতের প্রসিকিউশন শাখার সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা যায়, গত রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আঁখি। সেদিন রাতেই আনিসুলকে পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।












