স্বামীহারা বিলকিসের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিলো সর্বনাশা আগুন

আজাদী অনলাইন | শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ১১:৩৩ অপরাহ্ণ

সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাঁদের পাড়ার মৃত গোলাম আলীর স্ত্রী বিলকিস বেগম। স্বামীর মৃত্যুর পর বিলকিসের শেষ সম্বল ছিল একটি বসতঘর। স্বামীহারা বিলকিসের মাথা গোঁজার ঠাঁই কেঁড়ে নিলো সর্বনাশা আগুন।

শুক্রবার (১০ নভেম্বর) রাত আনুমানিক দেড়টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিলকিসের বসতঘর। গভীররাতে এই ঘটনা ঘটায় সম্ভব হয়নি আগুন নেভানো এমনকি বাড়ি থেকে বের করতে পারেননি কোন কিছুই।

বিধবা বিলকিস বেগম জানান, গভীর রাতে ঘুমের ঘোরে ছিলাম। হঠাৎ আগুনের তাপ গায়ে অনুভব হলে ঘুম ভেঙ্গে যায়। তখন ঘরে আগুন লাগার বিষয়টি বুঝে দ্রুত ঘর থেকে কোন রকমে বের হয়ে আসি। ঘরের কোন মালামাল বের করা সম্ভব হয়নি। সরকারি-বেসরকারি কোন সহায়তা না পেয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছেন।

ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু দৈনিক আজাদীকে বলেন, হঠাৎ রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগলে তার পুরো বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গভীর রাতে অগ্নিকাণ্ড হওয়ায় এলাকাবাসীর সবাই ঘুমিয়েছিল। যার কারনে কিছুই বের করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন দৈনিক আজাদীকে বলেন, রাতে আমাদের নিকট আগুন লাগার বিষয়ে কেউ একজন ফোন করে জানালে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কিছুক্ষণ পরে আগুন নিভে গেছে বলে জানানোর কারণে মাঝখান থেকে ফিরে আসা হয় ।

পূর্ববর্তী নিবন্ধহেরে বিদায় পাকিস্তানের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা