স্বামীসহ চার জনকে আসামি করে মামলা

আনোয়ারায় গৃহবধূ হত্যা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২০ মে, ২০২৩ at ৭:২৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে হামলায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় নিহত ফাতেমা বেগমের (৪৫) ভাই মো. মিজান বাদী হয়ে বোনের স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে গত বুধবার রাতে হত্যা মামলা দায়ের করেছেন।

মামলা আসামিরা হলেন রেজাউল করিম (৩৫), নাসিমা আক্তার (৩৩), ছখিনা খাতুন (৫০) ও নিহত ফাতেমা বেগমের স্বামী নুরুচ্ছফাসহ (৫৫) অজ্ঞাতনামা আরো ৩/৪ জন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

নিহত ফাতেমার মেয়ে ইয়াছমিন আকতার (২০) বলেন, গত বুধবার বিকালে আমার মা বাড়ির পাশের কলা গাছ থেকে পাতা কাটছিল। এমন সময় হঠাৎ রেজাউল করিমসহ তার শাশুড়ি ছখিনা, স্ত্রী নাসিমাসহ তাদের পরিবারের লোকজন আমার মাকে বেধড়ক পিটিয়ে এবং গলাটিপে হত্যা করে। ঘটনার সময় আমার বাবাও মাকে মারধরে সহযোগিতা করে। আমার মায়ের মৃত্যুর খবরে ওরা পালিয়ে গেছে।

মামলার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান জানান, গহবধূ ফাতেমা বেগমের মৃত্যুর ঘটনায় তার ভাই বাদী হয়ে নিহতের স্বামীসহ এজাহারনামীয় ৪ জনকে অভিযুক্ত করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমি-মমতাজ সবুর সাহিত্যসম্মাননা অনুষ্ঠান আজ