স্বামীর সাথে ঝগড়ার পর স্ত্রীর বিষপানে আত্মহত্যা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ৩:৪৬ অপরাহ্ণ

হাটহাজারী পৌরসভার আদর্শ গ্রামে মর্জিনা আকতার সুবর্ণা(২৭) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।
গতকাল বুধবার দিবাগত রাতে নিজ বসতঘরে তিনি বিষপান করেছেন বলে পরিবার সূত্রে জানা যায়।

নিহত মর্জিনা পৌর এলাকার ২নং সড়কের দক্ষিণ পাহাড়তলী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাড়ির মহিউদ্দিনের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী মর্জিনা পরিবারের অজান্তে বিষপান করেন। তার স্বামী বিষয়টি বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

চমেকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, “বিষপানে গৃহবধূ নিহতের খবর পেয়েছি। পবিারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ও ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধচোরাই দুই সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধনির্মাণ সামগ্রী চুরি করে গ্রেফতার ৩