স্বামীর সঙ্গে কথা কাটাকাটি, গৃহবধূর আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ মে, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

পারিবারিক কলহের জের ধরে নগরে চেমন আরা বেগম রোকসানা (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল সন্ধ্যায় লালখান বাজার ব্র্যাক ব্যাংকের পেছনের গলিতে এ ঘটে।
খুলশী থানা সূত্রে জানা গেছে, মাসখানেক আগে রোকসানার বিয়ে হয় লালখান বাজারের গিয়াস উদ্দিনের সঙ্গে। যৌথ পরিবারে থাকা নিয়ে সোমবার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল ইফতারের সময় পরিবারের সদস্যদের অগোচরে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। প্রসঙ্গত, রোকসানার আগেও একবার বিয়ে হয়েছিল। সেই সংসারে চারটি সন্তান আছে তার।
খুলশি থানার ওসি বলেন, সবার সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, স্বামীকে নিয়ে আলাদা থাকতে চাইতো রোকসানা। এটা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করে। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পোস্টমর্টেম রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
রোকসানার ভাই রফিক আজাদীকে বলেন, আলাদা থাকা নিয়ে সোমবার রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে রোকসানা। দুপুরে গিয়ে আমি মিটমাট করে দিয়ে এসেছি। সন্ধ্যায় শুনলাম আত্মহত্যা করেছে। তারপরও খুলশি থানায় একটি অভিযোগ দিয়ে রেখেছি। পোস্টমর্টেমে যদি অন্য কিছু পাওয়া যায় তাহলে সেটা মামলা হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুরা পেল জেলা প্রশাসনের ত্রাণ
পরবর্তী নিবন্ধগার্মেন্টস সেক্টরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা কামনা