উখিয়ায় ৯ হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪০ হাজার টাকাসহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ। তার নাম তাহমিনা (২৬)। তিনি উখিয়া সদরের মুহুরীপাড়ার জালাল উদ্দিন জালুর স্ত্রী। গতকাল শুক্রবার দুপুরে উখিয়া সদরের মুহুরীপাড়ায় নিজ ঘর থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, জালাল উদ্দিন ওরফে জালু বেশ কয়েকবছর ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত। এরমধ্যে বেশ কয়েকবার ইয়াবাসহ বিভিন্ন থানায় গ্রেপ্তারও হয়েছিলেন। জামিনে বেরিয়ে এসে ফের একই কাজে জড়িয়ে পড়েন। একই সঙ্গে ইয়াবা ব্যবসায় নিজের সুন্দরী স্ত্রীকেও যুক্ত করেন। তিনি মূলত, স্বামীর ইয়াবা ব্যবসা দেখাশোনা করতেন। এলাকাবাসীর অভিযোগ, তাদের ঘরে নিয়মিত অপরিচিত লোকজনের আনাগোনা দেখে তাদের সন্দেহ হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তার ঘর থেকে ৯ হাজার ৫০ পিস ইয়াবা ও নগদ ৪০ হাজার ৫শ টাকা উদ্ধার করে। জালাল বর্তমানে পলাতক রয়েছে।
উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ জানান, মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার দায়ে ঐ মহিলাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিরোধ আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।