স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

স্বামীর নির্যাতনে রিতু আকতার (২০) নামের এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ উঠেছে।গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।

রিতু আকতার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড শরবতী বাপের বাড়ির মো. ওকাল উদ্দীন প্রকাশ মণ্টুর মেয়ে। ২০২১ সালে পাহাড়তলী সিডিএ মার্কেট সংলগ্ন এলাকায় মো. আলীর সাথে বিয়ে হয় রিতুর। তাদের ঘরে দেড় বছরের আরহাম আলী নামের এক পুত্র সন্তান রয়েছে। রিতুর চাচা মো. নওশাদ উদ্দীন জনি বলেন, গত ১ জুলাই সোমবার সন্ধ্যায় আমার ভাতিজিকে তার শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করেছিল। পরদিন মঙ্গলবার আমাদেরকে

জানানো হয়েছে মেয়ে গলায় ফাঁস দিতে চেয়েছে। পরে মেয়েকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে থাকাবস্থায় ভোর সোমবার পাঁচটার দিকে সে মারা যায়। বর্তমানে তার শাশুড়ি ও স্বামী পলাতক রয়েছে বলেও জানান তিনি।

পাহাড়তলী থানার ওসি কেফায়েত উল্লাহ্‌ বলেন, লাশ ময়না তদন্তের জন্য দেয়া হয়েছে। মঙ্গলবার (আজ) ময়না তদন্ত শেষে গৃহবধুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের সদস্যারা যদি মামলা করে তাহলে মামলা রুজু করা হবে। মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

পূর্ববর্তী নিবন্ধসিডিএর অভিযানে ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধ‘ঋণ নিয়ে মানসিক যন্ত্রণা’, সীতাকুণ্ডে নারীর আত্মহত্যা