পারিবারিক কলহের জের ধরে কক্সবাজার শহরতলীর ঝিলংজায় জামাতার হাতে শ্বশুর খুনের রেশ না কাটতেই এবার একই ইউনিয়নের কলাতলী ঝরঝরি কুয়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। সুমি আক্তার (২৭) নামের ওই নারী গতকাল শনিবার সকাল ১০টার দিকে স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেন। গৃহবধূ সুমি কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব কলাতলী ঝরঝরি কুয়া এলাকার কবির আহমদের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় তিনবছর আগে সুমি আক্তারের সঙ্গে কুমিল্লার জাহাঙ্গীরের (৩০) বিয়ে হয়। বিয়ের পর তারা কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন ঝরঝরি কুয়া এলাকায় বসবাস করে আসছেন। কিন্তু জাহাঙ্গীর ব্যবসায়ীক কাজে কক্সবাজারের বাইরে থাকতেন। এ কারণে দীর্ঘদিন ধরে স্বামী–স্ত্রীর মধ্যে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকাল ১০টার দিকে স্বামীকে ভিডিও কল দিয়ে ঘরের বারান্দার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সুমি। পরে জাহাঙ্গীর বিষয়টি ফোনে তার শাশুড়িকে জানালে পরিবারের লোকজন দরজা ভেঙে সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, আগেরদিন শুক্রবার বেলা ১টার দিকে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকায় জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত জামাতা হাকিম উল্লাহ (৩৫) গ্রেপ্তার হয়েছে। নিহত শ্বশুর আজিজুল হক (৫৫) ওই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।