স্বাধীন সৃজনশীল জ্ঞান চর্চা কেন্দ্রের সম্মাননা প্রদান, আলোচনা সভা, ছড়া–কবিতা পাঠ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৫ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে অনুষ্ঠিত হয়। সভায় স্বাধীনতা যুদ্ধে শহীদ, জুলাই গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দলোনের শহীদ এবং মাইলস্টোন দূর্ঘটনার শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। লেখক গল্পকার ইফতেখার মারুফের সভাপতিত্বে ও কবি আলমগীর ইমনের সঞ্চালনায় একে ছড়া–কবিতা পাঠ করেন দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, উৎপল কান্তি বড়ুয়া,মাহবুবা চৌধুরী,রায়হানা হাসিব, মিজানুর রহমান শামীম, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, অ্যাডভোকেট তুতুল বাহার, হোসাইন আনোয়ার,গৌতম কানুনগো, অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, সোমা নন্দিনী মুৎসুদ্দি, মার্জিয়া খানম সিদ্দিকা, আলমগীর হোসাইন, নান্টু কুমার বড়ুয়া, কুতুবউদ্দিন বখতেয়ার, জিতেন্দ্র লাল বড়ুয়া, তসলিম খাঁ, দীপিকা বড়ুয়া,সুপর্না লিপি বড়ুয়া,মিতা দাশ,মাহবুবা ছন্দা,শরনংকর বড়ুয়া প্রমুখ।
দ্বিতীয় পর্বের সম্মাননা অনুষ্ঠান ও আলোচনা সভা সংগঠনের চেয়ারম্যান মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের এসিস্ট্যান্ট কমিশনার আই আই ইউসির প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত। এ সময় সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান জহিরুদ্দিন মো. ইমরুল কায়েস, হামিদুল হক চৌধুরী, মো. সোহাগ খান, মোহাম্মদ আজিম উদ্দিন, মো. মাসুদ আলম, মো. জাহাঙ্গীর আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। বক্তব্য রাখেন এস.এম.আজাদ, হাজী মো. বেলাল মিয়া, রেজাউর রহমান প্রমুথ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।