স্বাধীন সংস্থার প্রধানকে বরখাস্ত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প

| মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের স্বাধীন একটি সংস্থার প্রধানকে বরখাস্ত করতে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংস্থা যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য ফাঁসকারীদের সুরক্ষা দেয়। খবর বিডিনিউজের।

রোববার আদালতে জমা দেওয়া কাগজপত্র থেকে কেন্দ্রীয়ভাবে পরিচালিত স্বাধীন সংস্থার প্রধানকে বরখাস্ত করতে ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টের অনুমোদন চাইতে দেখা গেছে। এর মধ্য দিয়ে ট্রাম্প গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সুপ্রিম কোর্টে এটিই তার প্রথম আপিল। এতে যুক্তরাষ্ট্রের স্পেশাল কাউন্সেল কার্যালয় এর প্রধান হ্যাম্পটন ডেলিঙ্গারকে তার পদে পুনর্বহাল না করার আর্জি জানানো হয়েছে। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের আমলে নিয়োগ পেয়েছিলেন ডেলিঙ্গার। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডেলিঙ্গারকে বরখাস্ত করেন। তবে গত ১২ ফেব্রুয়ারি নিম্ন আদালতের এক বিচারক ট্রাম্পের সিদ্ধান্তের ওপর সাময়িক স্থগিতাদেশ দেন। ফলে ডেলিঙ্গার তার পদ বহাল থেকে যান। এখন যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ সুপ্রিম কোর্টে নিম্ন আদালতের দেওয়া ওই স্থগিতাদেশ তুলে দেওয়ার আর্জি জানিয়েছে। তবে আদালত এখনও মামলাটি নথিভুক্ত করেনি।

ডেলিঙ্গার যুক্তি দেখিয়ে বলেছেন, আইনানুয়াযী কেবল তার কাজে কোনও সমস্যা থাকলেই কেবল তাকে তার পদ থেকে সরানো যেতে পারে। কিন্তু তাকে মেইল করা বরখাস্তের যে নোটিশ পাঠানো হয়েছে, তাতে এ ধরনের কোনও সমস্যার কথা উল্লেখ নেই। ডেলিঙ্গারকে বরখাস্ত করতে ট্রাম্প প্রশাসন গত বুধবার আপিল আদালতের শরণাপন্ন হয়ে বিফল হওয়ার পর কয়েকঘন্টা পর সুপ্রিম কোর্টে গেল।

সুপ্রিম কোর্টে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা আছে। সেখানকার ৯ বিচারপতির ৬ জনই রক্ষণশীল। এর মধ্যে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রেসিডেন্সির আমলে তার নিয়োগ তরা তিনজনও আছেন।

পূর্ববর্তী নিবন্ধতাইওয়ান প্রণালীর মালিক চীন না : তাইওয়ান
পরবর্তী নিবন্ধইউক্রেন নিয়ে তিন হাজার মাইল দূরে বসছে দুই সম্মেলন