চট্টগ্রামের ফুটবল উন্নয়ন ও প্রশিক্ষণমূলক সংগঠন স্বাধীন বাংলা ফুটবল একাডেমির এক সাধারণ সভা গত ২৫ জুলাই কল্পলোক আবাসিক এলাকায় একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান শিবলী নোমান রিফাত এবং সঞ্চালনায় ছিলেন সভাপতি আসিফ নেওয়াজ বাবু ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মামুন। সভায় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীরকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্যের উপদেষ্টা কমিটি, নগর ছাত্রদলের সাবেক সহ–সভাপতি ও ক্রীড়া সংগঠক শিবলী নোমান রিফাতকে চেয়ারম্যান করে ৯ সদস্যের গভর্নিং বডি এবং ক্রীড়া সংগঠক আসিফ নেওয়াজ বাবুকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিক মামুনকে সাধারণ সম্পাদক করে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রামের ২১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।