স্বাধীন বাংলা ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীন বাংলা দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার বহদ্দারহাট বাদুরতলা আরাকান হাউসিং সোসাইটি চৌধুরী বিল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় চকরিয়া ওয়ারিয়রসকে ৩৩ রানে হারিয়ে আরাকান হিটার্স চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মোহাম্মদ রিয়াদ।
বাদুরতলা শুলকবহর ইউনিট যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে ও ৮নং শুলকলবহর ওয়ার্ড সহ-সভাপতি সজীব চৌধুরীর সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক শেখ সরোয়ারদী, সরোয়ার জাহান, নগর যুবলীগ সদস্য আবু বকর চৌধুরী, সনত বড়ুয়া, তহিদুল আনোয়ার সেন্টু, সাইফুল ইসলাম, ওয়াজেদ, আবু তাহের, মোহাম্মদ ইব্রাহিম সোহেল, এরশাদ উল্লাহ মন্না, জাহিদুল ইসলাম, মিজানুর রহমান মিজান, আবু সায়েম, নেওয়াজ, রেজাউল করিম খোকন, ইসতিয়াক চৌধুরী, নাছির, মো. মানিক। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন কামরুজ্জামান মিনহাজ, নুরুদ্দিন তুফান, রায়হান, আকাশ, আদনান আলভী। সহযোগিতায় ছিলেন চৌধুরী ভিল একাদশের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।