কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশ গতকাল সকাল ১০টায় নগরীর নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মর্তুজা কামাল মুন্সী, যুগ্ম সম্পাদক মো. সোলেমান, কর্ণফুলী উপজেলা যুবলীগ সভাপতি মো. সোলাইমান তালুকদার, বোয়ালখালী উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল মান্নান রানা, বাঁশখালী উপজেলা যুবলীগ সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, পটিয়া পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. বেলাল উদ্দিন এল.এল.বি, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগ সভাপতি আ.স.ম ইদ্রিস, লোহাগড়া উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জহির উদ্দিন, চন্দনাইশ উপজেলা যুবলীগ আহ্বায়ক তৌহিদুল আলম, পটিয়া উপজেলা যুবলীগ আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগ ক্রীড়া সম্পাদক অরূপ সেন, সহ-প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটু, সহ দপ্তর সম্পাদক রাজু দাশ হীরু, চন্দনাইশ উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক এস.এম.এ তসলিম, যুগ্ম আহ্বায়ক মুরিদুল আলম মুরাদ, চন্দনাইশ পৌরসভা যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় অর্জিত স্বাধীন বাংলাদেশে মৌলবাদের অপতৎপরতা রুখে দেওয়া হবে। ৭১’র পরাজিত শক্তিরা আবার ঐক্যবদ্ধ হয়ে বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের মাধ্যমে দেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। তাদের সেই চেষ্টা নস্যাৎ করে দেয়া হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। । প্রেস বিজ্ঞপ্তি।