স্বাধীন বাংলাদেশের ইসলামি অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়

লোহাগাড়া আধুনগরে সীরাতুন্নবী মাহফিলে এম এ মোতালেব

| মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব বলেন, বঙ্গবন্ধুর শাসনামলে দেশ ও জাতির সার্বিক কল্যাণার্থে গৃহীত নানামুখী পদক্ষেপগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং ভৌত অবকাঠামোগত পদক্ষেপ যেমন ছিল, তেমনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের বিষয়াদি বিবেচনায় রেখে তিনি ইসলামের প্রচারপ্রসারে গ্রহণ করেছিলেন বাস্তবভিত্তিক ও কার্যকরী নানা ব্যবস্থা। ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার যুগান্তকারী অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি গতকাল লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে মজিদিয়া ছিদ্দিকিয়া জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন। হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, হযরত মাওলানা আশরাফ আমিন, নাসিমুল করিম শিকদার, চেয়ারম্যান সেলিম উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি সৈয়দবাড়ি দরবারে জশনে জুলুস কাল
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উদযাপন