স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই সবচেয়ে জরুরি : ইউনূস

| সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:০৬ পূর্বাহ্ণ

চলমান সংঘাতের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাতেই সংকটের সমাধান দেখছেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস; তিনি মনে করেন, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘দুটি আলাদা রাষ্ট্র গঠনের জাতিসংঘের দীর্ঘউপেক্ষিত সিদ্ধান্তটি বাস্তবায়নই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। নতুবা পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে যাবে তা কেউ জানে না। বর্তমান পরিস্থিতি পুরো অঞ্চলে আগুন ধরিয়ে দিতে পারে, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে গোটা পৃথিবীতে।’ খবর বিডিনিউজের।

বিবৃতিতে ইউনূস বলেন, একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সবচেয়ে জরুরি বিষয়। আর এটি প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এ কাজে যুক্তরাষ্ট্র দ্রুত অগ্রসর হলে অন্যরাও তাকে অনুসরণ করবে। বাইডেন প্রশাসনকে অবিলম্বে এই অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ ইস্যুটিতে বিশ্বকে নেতৃত্ব দিতে হবে।

ইউনূস বলেন, আমি এই বিরোধের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে বৈরিতা অবসানের আহ্বান জানাচ্ছি এবং এই ভয়ঙ্কর সংকটের মধ্যে নিপতিত নিরাপরাধ শিশু ও বেসামরিক মানুষদের নিরাপত্তা ও কল্যাণের সুরক্ষা দিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। দুর্দশাগ্রস্ত জনসাধারণের নিকট জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন রক্ষা, মর্যাদার সুরক্ষা এবং সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য কাজ করার উপর আমাদের সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করতে হবে।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ‘দ্রুততম সময়ে’ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস বলেন, এই যুগে আমাদের সকলেরই সম্মিলিতভাবে এই বোধোদয় হওয়া উচিত যে, যুদ্ধ ও রক্তপাত আধুনিক সভ্যতার মূল্যবোধ ও অগ্রগতির সাথে একেবারেই সঙ্গতিপূর্ণ নয়। হত্যা ও ধ্বংসের এই অর্থহীন তাণ্ডবলীলা সারা বিশ্ব ব্যথিত হয়ে দেখছে এবং ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি, সংহতি, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের একটি ভবিষ্যত তৈরির জন্য কাজ করাএখন আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।

পূর্ববর্তী নিবন্ধত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য হলেন লায়ন ইমরান
পরবর্তী নিবন্ধ২৮ অক্টোবর কেউ সড়কে বসে যাবে না : ফখরুল