মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের বিবাদপূর্ণ ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ব্যাপারে নিজের অবস্থান জানিয়ে দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল সোমবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই সঙ্কটে চীন দ্বি-রাষ্ট্রীয় সমাধান সমর্থন করে। সঙ্কট সমাধানের জন্য সমমর্যাদার ভিত্তিতে তিনি উভয়পক্ষকে সংলাপ এবং আলোচনায় বসার আহ্বান জানান। ফিলিস্তিন ইস্যুতে চীন ব্যাপকভিত্তিতে সুষ্ঠু এবং টেকসই সমাধানের ব্যাপারে প্রচার চালিয়ে যাবে বলেও মন্তব্য করেন শি জিনপিং। ফিলিস্তিন ইস্যুকে মধ্যপ্রাচ্যের মূল সমস্যা হিসেবে অভিহিত করেন তিনি। পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব পরিকল্পনার বিরুদ্ধে প্রতিনিয়ত উদ্বেগ জানিয়ে আসছে চীন। ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব-জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনে চীনের সমর্থন পুনরায় ব্যক্ত করেছেন শি জিনপিং। চীন এবং ফিলিস্তিনকে ‘ভালো বন্ধু’, ‘ভালো অংশীদার’ উল্লেখ করে শি জিনপিং বলেন, উভয় পক্ষ সবসময়ই পরস্পরকে বিশ্বাস করেছে এবং নিজেদের প্রধান সমস্যা এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন দিয়েছে। টেলিফোনে তিনি বলেন, ফিলিস্তিনে করোনাভাইরাস মহামারির লড়াইয়ে সহযোগিতা করতে চীন কয়েক দফায় মেডিক্যাল সামগ্রী এবং বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। করোনা মোকাবিলায় ফিলিস্তিনের প্রতি চীনের অভিজ্ঞতা, মেডিক্যাল ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন শি জিনপিং। এ সময় করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সহায়তা এবং ফিলিস্তিন ইস্যুতে ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ায় চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান মাহমুদ আব্বাস। একই সঙ্গে চীনকে ফিলিস্তিনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন তিনি।