স্বাধীন নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে

ইসলামিক ফ্রন্টের মতবিনিময় সভায় আল্লামা জুবাইর

| বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি আপদকালীন ব্যবস্থা। গণতান্ত্রিক সংস্কৃতিতে কোনোরূপ সরকারই নির্বাচন পরিচালনা করে না, নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। আর উক্ত কমিশন হবে সম্পূর্ণ স্বাধীন এবং সরকারের প্রভাবমুক্ত। যা আমাদের সাংবিধানিক দাবিও বটে। কোনো অরাজনৈতিক ব্যক্তির নিকট এক মুহূর্তের জন্যও রাষ্ট্রক্ষমতা নিরাপদ নয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সরকারের প্রভাবমুক্ত রেখে সম্পূর্ণ স্বাধীনতা ও নির্বাহী ক্ষমতা প্রদানের উপর তিনি গুরুত্বারোপ করেন। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ১৬ আগস্ট চেরাগি পাহাড় মোড়স্থ সালমা ভবন ২য় তলায় ২৬ আগস্ট জনসভা প্রস্তুতি কমিটির মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামিক ফ্রন্ট মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন আল্লামা মোশাররফ হোসেন হেলালী। বিশেষ অতিথি ছিলেন আল্লামা কাজী জসিম উদ্দিন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, স ম হামেদ হোসাইন, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু সালেহ, মাস্টার নুরুল আজিম, মাওলানা বশির আহমদ, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, লায়ন মোহাম্মদ এমরান, মাওলানা মোজাম্মেল হোসাইন, ডা. হাসমত আলী তাহেরী, আনিসুর রহমান, মোহাম্মদ নাছির উদ্দীন, হাসান মাসুদ মেম্বার, মাওলানা মাসুদ করিম চৌধুরী, কফিল উদ্দীন রানা, কাজী আহসানুল আলম, মাওলানা নুরুল আলম, খ ম জামাল উদ্দীন, আহমদ রেজা, মোহাম্মদ হোসাইন, ছৈয়দ মিসবাহুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেল, মিজানুর রহমান মুকুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুর রাজ্জাক চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধআজ আবৃত্তি সংগঠন স্বদেশের মৃত্যুঞ্জয়ী মুজিব অনুষ্ঠান