স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সংবর্ধিত অতিথি ছিলেন-সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। সভাপতি তানজিম তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার, হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, এম এ ছবুর, নুর মোহাম্মদ মধু, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ। এ উপলক্ষে আলোচনা সভা শেষে অতিথিদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল বাংলাদেশ দিবস আজ
পরবর্তী নিবন্ধহেফাজত মহাসচিব আল্লামা কাসেমী এইচডিইউতে