তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সংসদকে বলেছেন, বর্তমান সরকার ‘সংবাদপত্র ও সাংবাদিকবান্ধব’। তিনি এও বলেছেন, কোনো অনলাইন পোর্টালের বিরুদ্ধে দেশবিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপন করা হয়। খবর বিডিনিউজের।
জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় খুবই আন্তরিক। প্রিন্ট মিডিয়ায় স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে এ সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না এবং এই সেক্টরের মান উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রমগ্রহণ অব্যাহত রেখেছে।’ একই সংসদ সদস্যের আরেক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ‘বর্তমান সরকার সংবাদপত্র ও প্রচার মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুযোগ–সুবিধা প্রদানে বদ্ধপরিকর।’ আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর এক প্রশ্নে মন্ত্রী জানান, কোনো অনলাইন সংবাদপত্রের বা অনলাইনভিত্তিক পের্টালে ‘দেশবিরোধী’ সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ গ্রহণ করা হবে।
তথ্যমন্ত্রী জানান, অনলাইন গণমাধ্যমে দেশবিরোধী খবর বা ভুয়া বা বিকৃত তথ্য এবং গুজব তদারকি ও এর সত্যতা যাচাই বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ‘ফ্যাক্ট চেক’ করে এবং অসত্য বা ভুল সংবাদ চিহ্নিত করে এ ব্যাপারে সামাজিক মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার করা হয়।