স্বাধীনতা বটের ছায়া
দহন জ্বালা দূর করে সব
স্বাধীনতা মুক্ত আকাশ
পাখিদের মিষ্টি কলরব।
স্বাধীনতা কথা বলায়
চলন-বলন, গানের সুরে
হাওয়ায় লাল সবুজ নিশান
ঢেউ তুলে ওই সমুদ্দুরে।
স্বাধীনতা মায়ের কোলে
ঘুম পাড়ানি ছড়া কাটা
বাবার শাসন, দাদা-দাদীর
ভালোবাসা সাদামাটা।
স্বাধীনতা খুকির চুলে
নানান ফিতার বেণী যেন
কিশোর মনে জ্বলে ওঠা
দিগ্িবজয়ের স্বপ্ন যেন।