স্বাধীনতা আজো পাইনি আমরা
অধীনতা নিয়ে বাঁচি,
এখনো হায়েনা দিয়ে যায় হানা
উল্লাসে যায় নাচি।
এখনো দালাল তাঁবেদারী করে
পাকিদের হয়ে চর ,
করে লুণ্ঠন,কাড়ে ইজ্জত
পুড়ায় যে বাড়ি ঘর!
মানে না পতাকা, মানে না স্বদেশ
মানে না বিজয় বেদী,
মিছে অজুহাতে গর্জায় ওরা
পাথর কে যায় ছেদি।,
সকল কিছুতে সবার আগেতে
ধর্মকে টেনে আনে,
মানুষের মাঝে ছড়ায় হিংসা
বিভেদী পর্দা টানে।
মুক্তিযুদ্ধ মানেনি কখনো
মানেনি নায়ককে তাঁর,
অথচ ওদের গলায় আজকে
জুটে বিজয়ের হার।
এই স্বাধীনতা আমরা চাইনি
পরাজিত সাজে বীর,
অবহেলা সয়ে মুক্তিযোদ্ধা
ফেলবে চোখের নীর।