বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। আজকে যারা রুকন শপথ নিচ্ছি, এই শপথের আলোকে জীবন গঠন করা, তার উপর অবিচল থেকে শপথের দাবি পূরণ করা খুবই কঠিন কাজ। তাই আল্লাহতায়ালার সাথে সমপর্ক বৃদ্ধির পাশাপাশি সব সময় তাঁর কাছে সাহায্য ও সহযোগিতা কামনা করতে হবে। শপথ মানে হচ্ছে আনুগত্য ঘোষণা, জিহাদের উপর অটল অবিচল থাকার বাসনা, বাতিলের কাছে হার না মানার প্রতিজ্ঞা ও হকের উপর প্রতিষ্ঠা থাকার ঘোষণা। দেওয়ান বাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে রুকন শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ বলেন, জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্য এ দেশে দ্বীনকে কায়েম করা, তাই এই সংগঠন দ্বীন কায়েমের যোগ্য নেতৃত্ব ও কর্মী বাহিনী তৈরি করছে। নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন–নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সমপাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুর হাসান রুমি, আকবর শাহ থানা আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, নগর মজলিশে শূরার সদস্য আলতাফ উদ্দিন ভুঁইয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।