স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রামের অবদান ওঠে এসেছে সৈয়দ রফিকের গ্রন্থসমূহে

আলোচনা সভায় বক্তারা

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধকালে ১নং সেক্টরে ৩৭নং গ্রুপের ডেপুটি কমান্ডার গবেষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুল ইসলামের মুক্তিযুদ্ধ, সাহিত্য ও বঙ্গবন্ধুর ওপর লিখিত ১৫টি গ্রন্থের পাঠপর্যালোচনা অনুষ্ঠান গতকাল শনিবার নগরীর জামালখানস্থ সিনিয়রস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নজরুল গবেষক ড. সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবুল কাসেম। অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের ধারণ করা অস্ত্রের চেয়েও বেশি ভারী কলমের অস্ত্র। কেননা, কলম দিয়ে সত্যিকার অর্থে বস্তুনিষ্ঠ ইতিহাস তুলে ধরা যায়। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুল ইসলাম কলমের সাহায্যে মুক্তিযুদ্ধের সঠিক চিত্র তুলে ধরে অসামান্য দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রামের অগ্রণী ভূমিকা রয়েছে। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়ে শুধু অস্ত্রই ধারণ করেননি, চট্টগ্রামের মুক্তি সংগ্রামের ওপর গবেষণাধর্মী বস্তুনিষ্ঠ ১৫টি গ্রন্থ লিখে লেখনী জগতেও অসামান্য অবদান রেখেছেন। তাঁর গ্রন্থগুলো হয়ে উঠেছে ইতিহাসের প্রামাণ্য দলিল। প্রধান অতিথি ড. আবুল কাসেম বলেন, গভীর যত্ন ও যথেষ্ট পরিশ্রম করে মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস লিখেছেন গবেষক সৈয়দ রফিকুল ইসলাম। একজন কৌতূহলী পাঠক প্রকৃত ইতিহাসবেত্তার কাছ থেকে যা চান তাই সৈয়দ রফিকের গ্রন্থগুলোতে ওঠে এসেছে। বিভিন্ন গ্রন্থের ওপর আলোচনায় অংশ নেন কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, গবেষক অধ্যক্ষ আবু তালেব বেলাল। সূচনা বক্তব্য রাখেন গ্রন্থ পাঠপর্যালোচনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল। গ্রন্থগুলো সম্পর্কে লেখকের অভিব্যক্তি সূচক বক্তব্য রাখবেন গবেষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাঠপর্যালোচনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ খোবাইব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু সৈয়দ, শামসুল আলম, মো. গোলাম কাদের, বীর মুক্তিযোদ্ধা প্রবণ কুমার তালুকদার, সুশীল কুমার বড়ুয়া, অধ্যাপক সাকিনা আক্তার লাকী, আইনুন নাহার, লাকী বড়ুয়া, মো. মুমিনুল হক, সংগঠক মো. ফরিদুল ইসলাম, নান্টু বড়ুয়া, বখতেয়ার উদ্দিন সিদ্দিকী, মো. সফি, সামশুদ্দোহা সওগাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহালছড়িতে মৎস্যজীবীদের অবস্থান ধর্মঘট
পরবর্তী নিবন্ধহাটখোলা ফাউন্ডেশনের সেমিনার