স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:১১ পূর্বাহ্ণ

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, আসন্ন ঈদের পূর্বেই শতভাগ উৎসব ভাতা প্রদান, বেসরকারি শিক্ষকদেরও সরকারি শিক্ষকের মত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, করোনায় ক্ষতিগ্রস্থ শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা প্রদান, শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলীর ব্যবস্থা কার্যকর করাসহ আট দফা দাবি আদায়ে নগরে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। সংগঠনটির চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ মো. হামিদ হোসাইন। মানববন্ধন শেষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চট্টগ্রাম জেলা প্রশাসককে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক শিক্ষক নেতা মো. মোজাম্মেল হক বলেন, বর্তমান সরকার গত তের বছরে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তন্মধ্যে শিক্ষানীতি প্রণয়ন, প্রতি উপজেলায় একটি স্কুল ও কলেজ সরকারিকরণ, বছরের প্রথম দিন বিনামূল্যে কোটি কোটি বই বিতরণ, ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, কলা্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য এক হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ, বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এত কিছুর পরও দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৯৮ শতাংশ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষক কর্মচারীরা এখনো অনেক বৈষম্যের শিকার। শিক্ষাব্যবস্থা জাতীয়করণের মাধ্যমেই শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করা সম্ভব। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ‘সাহসী পদক্ষেপ’ নেয়া একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। স্বাশিপ চট্টগ্রাম বিভাগীয় শাখার যুগ্ম সম্পাদক সৈয়দ মো. খালেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক আনিসুল মালেক, মো. জিয়া উদ্দিন, অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম, অধ্যক্ষ রফিক আহম্মদ ওসমানী, টিংকু কুমার ভৌমিক, অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, নূর মোহাম্মদ তালুকদার, অধ্যক্ষ কাজী মো. আব্দুল হান্নান, শাহাদাত হোসেন মাহমুদ, মো. আলী আজম এবং বিষ্ণু যষা চক্রবর্তী।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই এসোসিয়েশনের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধমাস্টার ফরিদ আহমদ