নগরীর ১৯ নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হক কমান্ডারের স্মরণসভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হক স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান কাউন্সিলর শাহীন আকতার রুজির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর মুক্তিযোদ্বা কমান্ডার মোজাফফর আহমদ। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে আব্দুল হক কমান্ডারের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অতিথি ছিলেন ডেপুটি কমান্ডার মোহাম্মদ শহিদুল হক চৌধুরী, আলহাজ্ব ছিদ্দিক আলম, কাউন্সিলর আলহাজ্ব হারুনুর রশীদ, কাউন্সিলর নুরুল আলম মিয়া, কাউন্সিলর পুলক খাস্তগীর, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর হুরে আরা বিউটি, কাউন্সিলর রুমকি সেন গুপ্ত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. শাহজাহান ও বকতেয়ার ফারুক। সভায় বক্তারা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হকের গৌরবময় জীবনের নানা দিক তুলে ধরেন।












