স্বাধীনতা মাস উদযাপন পরিষদের কর্মসূচি

বঙ্গবন্ধু জন্মশতবর্ষ

| রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:৫১ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে স্বাধীনতা মাস উপলক্ষে মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি আগামীকাল ১ মার্চ সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে উদ্বোধন করা হবে। ২ মার্চ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফ্রি চিকিৎসা ক্যাম্প, ঐতিহাসিক ৭ মার্চ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভা, ২৫ মার্চ কাল রাত্রি উপলক্ষে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন, ১৭ মার্চ শিশু দিবসে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে। এতে উদ্‌যাপন পরিষদের সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন লায়ন ডা. আর.কে রুবেল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোরআন-হাদীসের শিক্ষা ইহকাল পরকালের মুক্তির একমাত্র পথ
পরবর্তী নিবন্ধরহমত আলী চৌধুরী