ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন,ভারতের আগরতলাস্থ বাংলাদেশ হাই কমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ভারতীয়দের বাংলাদেশ বিদ্বেষী মনোবৃত্তির বহিঃপ্রকাশ। ভারত বিদেশীদের নিরাপত্তা সুরক্ষায় ব্যর্থ হয়েছে। এহেন ন্যক্কারজনক হামলা বিশ্বব্যাপী অবাঞ্ছিত সামপ্রদায়িক সহিংসতাকে উস্কে দেবে। ভারতীয় গণমাধ্যমে দেশ বিরোধী অপপ্রচার–প্রোপাগান্ডার মাধ্যমে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারতে এহেন অবাঞ্ছিত বিষয়াদির চর্চা অব্যাহত থাকলে দুদেশের মধ্যকার প্রতিবেশীসুলভ সম্পর্কে চিড় ধরবে বলে তিনি আশংকা প্রকাশ করেন। উপরন্তু বাংলাদেশের স্বাধীনতা– সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনপ্রকার চক্রান্ত–ষড়যন্ত্র এদেশের মানুষ রুখে দেবে বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। পাশাপাশি ভারত সরকারকে কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখার উপরও তিনি গুরুত্বারোপ করেন। ইসলামিক মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে গত ৮ ডিসেম্বর চেরাগী মোড় চত্বরে ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারসহ বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত–ষড়যন্ত্রের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ সৈয়দ জসীম উদ্দীন তৈয়বীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা সভাপতি স.ম.হামেদ হোসাইন, সাধারণ সম্পাদক স.ম.শহীদুল হক ফারুকী, এম ওয়াহেদ মুরাদ, জাকের আহমদ সিদ্দিকী, রফিকুল ইসলাম নিজামী, মহিউদ্দীন তাহেরী, হাসমত আলী তাহেরী, ইলিয়াছ খান ইমু, শহীদুল্লাহ সাদা, নাছির উদ্দীন, শফিউল আজম, রেজাউল করীম, মুহাম্মদ ইলিয়াছ, শফিউল আজম, কাজী আহসানুল আলম, আহমদ রেজা, কাজী সুলতান আহমদ, আবু বকর, মাসুদ করীম চৌধুরী, মুহাম্মদ ইদ্রিস, রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।