স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় রুখে দাঁড়াতে হবে

বান্দরবান জেলা সেক্টর কমান্ডারস ফোরামের অধিবেশনে বক্তারা

| শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৯:০৯ পূর্বাহ্ণ

সেক্টর কমান্ডারস ফোরামমুক্তিযুদ্ধ’৭১ বান্দরবান পার্বত্য জেলার সাংগঠনিক অধিবেশন গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাধন চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক বেদারুল আলম চৌধুরী বেদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, সদস্য মঈনুল আলম খান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র মজুমদার, মুক্তিযোদ্ধা রাজা মিয়া, মুক্তিযোদ্ধা মনির আহমেদ, মুক্তিযোদ্ধা দিলীপ দাশ, মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ এয়াকুব, মুক্তিযোদ্ধা আবদুর রহীম, মুক্তিযোদ্ধা কবির আহমদ, মুক্তিযোদ্ধা আবদুল জলিল, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, কামরুল হাসান টিপু, লুসাই মং, নারীনেত্রী পাই উ ক্রঞ মার্মা,নার্গিস সুলতানা, যুবনেতা লিটন চক্রবর্তী প্রমুখ। সভায় প্রধান অতিথি বেদার বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আবারও বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ও অর্থনৈতিক অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। তিনি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় রুখে দাঁড়ানোর জন্য প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে এই ষড়যন্ত্রকারীদের পরাজিত করতেই হবে। সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র দাশকে সভাপতি ও মোহাম্মদ কামাল পাশাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা সেক্টর কমান্ডারস ফোরামের কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার দেওয়ান বাজার বেনুবন বিহারে কঠিন চীবর দানোৎসব
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ক্ষতিগ্রস্ত ১৩টি সড়ক নির্মাণে ২২ কোটি টাকা বরাদ্দ