চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধারাবাহিক ইউনিট সম্মেলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ৫টি সাংগঠনিক ওয়ার্ডের ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিটগুলো হল : ১৪নং লালখান বাজার গ ইউনিট, ১৯নং দক্ষিণ বাকলিয়া ক ইউনিট, ৩৬নং গোসাইলডাঙ্গা ক ইউনিট, ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর গ ইউনিট, ৩৯নং দক্ষিণ হালিশহর গ ইউনিট। লালখান বাজার ওয়ার্ডের ইউনিট সম্মেলনে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা এখনো ঘাপটি মেরে আছে। তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।
বক্তাগণ আরো বলেন, মহানগর আওয়ামী লীগের আওতাধীন ওয়ার্ড সমূহের তৃণমূল স্তরের ইউনিট সম্মেলনে যারা নেতৃত্বে আসবেন তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয় বাস্তবায়ন করতে হবে। আমাদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু কখনো মতান্তর থাকবে না। সমস্যা হলে আলাপ-আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে হবে। সব ধরনের আত্মঘাতি সংঘাত পরিহার করতে হবে।
১৪নং লালখান বাজার ওয়ার্ড গ ইউনিট : আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কান্তি দে’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, খুলশী থানার যুগ্ম আহ্বায়ক মোমিনুল হক। উদ্বোধক ছিলেন ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমদ। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম। বক্তব্য রাখেন লালখান বাজার ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন হাজারী, আফছার উদ্দিন সেলিম, আশরাফুল আলম। ২য় অধিবেশনে সম্মেলনে কণ্ঠভোটে নুরুল আলম বাবুল সভাপতি ও সমীর কান্তি দে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
তিন ওয়ার্ডের ইউনিট সম্মেলন আজ : আজ শুক্রবার ১৪নং লালখান বাজার খ ইউনিটের সম্মেলন মতিঝর্ণা ইউসুফ স্কুলে বিকাল ৩টায়, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের খ ইউনিটের সম্মেলন ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে বিকাল ৩টায়, ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড খ ইউনিট আওয়ামী লীগের সম্মেলন দক্ষিণ হালিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।