স্বাধীনতা, বঙ্গবন্ধু ও অন্যান্য প্রবন্ধ গ্রন্থের প্রকাশনা উৎসব আজ

| শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট প্রাবন্ধিক তরুণ কান্তি বড়ুয়ার সদ্য প্রকাশিত প্রবন্ধগ্রন্থ ‘স্বাধীনতা, বঙ্গবন্ধু ও অন্যান্য প্রবন্ধ’এর প্রকাশনা উৎসব আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উৎসবে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. প্রণব কুমার বড়ুয়া। চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে আলোচক থাকবেন শিক্ষাবিদ সাহিত্যিক ড. আনোয়ারা আলম ও শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর রীতা দত্ত। সঞ্চালনায় থাকবেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনীতি-নৈতিকতায় জীবনধারণই আমার ব্রত : মনজুর আলম
পরবর্তী নিবন্ধসাবেক ছাত্রলীগ নেতা মেহেদি হাসানের মৃত্যুবার্ষিকীতে আ.লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা