স্বাধীনতা পদক পেলেন চট্টগ্রাম শহরের প্রথম নারী সাংবাদিক ডেইজী মওদুদ

আজাদী অনলাইন | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ১০:৪৫ অপরাহ্ণ

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মহান ‘স্বাধীনতা স্মারক সম্মাননা পদক-২০২৪’ পেলেন সাংবাদিক ডেইজী মউদুদ।
মঙ্গলবার (২৬ মার্চ) নগরীর থিয়েটার ইনস্টিটিউটে ডেইজী মউদুদের হাতে পদক তুলে দেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চট্টগ্রামের আরও ৯ জনকে চসিক স্বাধীনতা স্মারক সম্মাননা পদক দেওয়া হয়েছে।

জানা যায়, ডেইজী মওদুদ চট্টগ্রাম শহরের প্রথম নারী সাংবাদিক। ১৯৮৫ সালে দৈনিক পূর্বকোণে যোগ দিয়ে কাজ করেন বার্তা বিভাগে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাহিত্যের ছাত্রী ছিলেন ডেইজি। ১৯৮৫ সালে মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ার সময় লিখিত এবং মৌখিক পরীক্ষা দিয়ে পূর্বকোণে যোগ দেন ডেইজি মওদুদ।

৩২ বছরের সাংবাদিকতা জীবনে নারী অধিকার, পরিবেশ নিয়ে প্রচুর রিপোর্টিংও করেছেন ডেইজি। বিভিন্ন আর্ন্তজাতিক কনফারেন্সে গেছেন। পরিবেশের উপর ফেলোশিপ পেয়েছিলেন। মাদার তেরেসার সাক্ষাৎকার নিয়েছেন।

চসিক স্বাধীনতা পদক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এই গুণী সাংবাদিক বলেন, এই পুরস্কারের জন্য চসিক এবং চসিক মেয়রের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ আমরা যারা কাজ করছি-পরিশ্রম করছি তারা আমাদের কাজের মূল্যায়ন দিয়েছেন। আমার জন্য ঐদিন ছিল অন্যতম গুরুত্বপূর্ণ দিন।

তিনি আরও বলেন, পুরস্কার দায়িত্ব বাড়িয়ে দেয়। আমাদের দায়িত্ব হচ্ছে আরও ভালোকরে কাজ করা।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পুলিশের হাতে ৯ জুয়াড়ি আটক
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা