স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবার সমাপনী আজ

| শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেস কোড একাডেমির আয়োজনে ও ডলফিন ক্লাবওয়াহাব ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্টে ফিদে মাষ্টার আবদুল মালেক ৬ষ্ঠ রাউন্ড শেষে ৫.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছেন। তিনি ৬ষ্ঠ রাউন্ডে অভিক সরকারের সাথে ড্র করেন। ৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছেন দীপংকর চাকমা, .৫ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে আছেন দিব্য দাশ, অভিক সরকার এবং মুজিবুর রহমান। ৪ পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে আছেন আহমেদ মজুমদার, এম কে শাহীন ও রবিউল হোসেন। গতকাল বৃহস্পতিবার ৬ষ্ঠ রাউন্ডের অন্যান্য খেলায় দীপংকর চাকমারবিউল হোসেনকে, দিব্য দাশনাজিফ নিয়াজকে, মুজিবুর রহমানমোহাম্মদ সুলতানকে, আহমেদ মজুমদারকিশোর দত্তকে, এম কে শাহীনআবু মহসিনকে, রুবেল হোসেন আহনাফ ঈশানকে, সৈয়দ মুসনাবিনসৈয়দ আয়ানকে, সুপ্রতিক নাথআরিয়ান্ট দীক্ষিতকে, অনিন্দ্য রিকঅরিত্র বড়ুয়াকে, সৃজন সুত্রধররিক্তা সরকারকে, আফরাত আরীবআইলান দাশকে,মিশকাত উদ্দিনকামরুনেচ্ছাকে পরাজিত করেন। এছাড়া জাহাঙ্গীর আলমতাওহীদা বেগম, সুরিত দেপ্রঞ্জা রায়, মারুফ চৌধুরীঅরিত্র দাশের মধ্যকার খেলা ড্র হয়েছে। আজ শুক্রবার ৭ম ও শেষ রাউন্ডের খেলা দুপুর ২টার সময় শুরু হবে। খেলা শেষে দোয়া ও ইফতার মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। চেস কোড কর্তৃপক্ষ সকল দাবাড়ুকে দোয়া ও ইফতার মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলাম আনোয়ারা জাকারিয়া এতিমখানার দলিল হস্তান্তর
পরবর্তী নিবন্ধভোরে মাঠে নামছে ব্রাজিল-কলম্বিয়া