স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট শুরু

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেস কোড একাডেমির আয়োজনে ও ডলফিন ক্লাবওয়াহাব ফাউন্ডেশনের সহযোগিতায় ডলফিনওয়াহাব ফাউন্ডেশন স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট গতকাল শনিবার চেস কোড একাডেমি কার্যালয়ে শুরু হয়েছে। সাবেক জাতীয় দাবাড়ু মঞ্জুর আলম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। চেস কোড প্রতিষ্ঠাতা আলী আবছারের সভাপতিত্বে ও পরিচালক মহসিন জামাল পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেসকোড পরিচালক আলী কায়সার,টুর্নামেন্টের চীফ আরবিটার প্রকৌশলী এস এম তারেক,সিসিপিএ সাধারণ সম্পাদক ফিদে মাষ্টার আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,ক্রীড়া সংগঠক আতাউল সুমন, হাসান রফিকুল,মজিবুর রহমান,আবু মহসিন,মোহাম্মদ সুলতান ও রুহুল আমিন। ৭ দিনব্যাপী এই দাবা টুর্নামেন্ট সুইস লীগ পদ্ধতিতে ৭ রাউন্ড অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ৩০জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ুসহ মোট ৩৬ জন দাবাড়ু অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে বিজয়ীদের নগদ ৪১ হাজার অর্থ পুরস্কারসহ ক্রেষ্ট প্রদান করা হবে। উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের খেলায় ফিদে মাষ্টার আবদুল মালেক অনিন্দ রিককে,দিব্য দাশ আয়ানকে,আহমেদ মজুমদার আহনাফ ঈশানকে, মুজিবুর রহমান অরিত্র দাশকে,অভিক সরকার প্রঞ্জা রায়কে,রবিউল তাওহীদাকে,দীপংকর সৃজনকে, এম কে শাহীন সুরিদকে, মারুফ চৌধুরী রিকতা সরকারকে,আবু মহসিন এডভোকেট কামরুনেচ্ছাকে, প্রিমা আফরাজকে, নাজিফ আরিয়ানকে, রুবেল দীপ দাশকে, মিশকাত মুসনাবিনকে পরাজিত করে। জাহাঙ্গীর আলম সুস্ময় বিপক্ষে ওয়াকওভার পান। আবিদমাহাদিকিশোর দত্ত এবং মোহাম্মদ সুলতানআয়ান জামানের মধ্যকার খেলা ড্র হয়েছে। আজ রবিবার ২য় রাউন্ডের খেলা যথাসময় দুপুর ১২টার সময় শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধআইয়ুব খান ও শামসুল হক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধহাইভোল্টেজ ম্যাচে মোহামেডানের বড় জয়