স্বাধীনতা দিবসে সিআইইউর আলোচনা সভা

| সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৭:০৫ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) জাতীয় দিবস উদযাপন কমিটি গত বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আলোচনা সভার আয়োজন করেছে।
এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের অনলাইনে বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিতে দেখা যায়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বাংলাদেশের টেকসই অর্থনীতির দিকে অধিক মনোযোগী হওয়ার পরামর্শ দেন। জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, নিজের দেশ ছাড়া কোনো মানুষের পূর্ণতা আসে না। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ-এসব অধ্যায় তরুণদের অন্তরে ধারণ করতে হবে।
সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমার প্রাণবন্ত উপস্থাপনে অনুষ্ঠানে বক্তব্য দেন বিজনেস স্কুলের ডিন ড. নাঈম আবদুল্লাহ, ড. মীর মোহাম্মদ নুরুল আবসার ও অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ড. আসিফ ইকবাল, আকতারুল আলম চৌধুরী, অধ্যাপক কাজী সাইফুল আসপিয়া প্রমুখ। ইংরেজি বিভাগের প্রভাষক সানজিদা আফরীন নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হল’ আবৃত্তি করে। কবিতা ও গানের বিভিন্ন পর্বে অংশ নেন তাশরিন, সপ্তবর্ণা, অরুপ, ইফতি, পাপড়ি, আয়মান, প্রীতু, রাইয়ান, অমিতাভ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহানগর শ্রমিক পার্টির সভা
পরবর্তী নিবন্ধসন্তানদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে