আজাদী ডেস্ক : হারুন, কফিল, মাকসুদ এক সাথে একাত্তর সালে চট্টগ্রামে গেরিলা যুদ্ধ করেছিলেন। হারুন ছিলেন একটা বেইজের কমান্ডার, মাকসুদ সদস্য। এদিকে তাদের অপারেশনগুলো নিয়ে ফিল্ম করতে চান তরুণ নির্মাতা ইফতেখার। সাক্ষাৎকার নিতে গিয়ে দেখে মাকসুদ সাহেব ১৯৭১ সালে আটকে আছেন। কমান্ডার হারুন সাহেবের নির্দেশ নিয়ে এখনও সব কাজ করতে হয়।
ইফতেখার অনুসন্ধান করতে গিয়ে দেখেন ১৯৭১ সালে অপারেশন আইস ফ্যাক্টরিতে মারা যান আজাদ। এর কিছুটা দায় মাকসুদের ওপর বর্তায়। এরপর থেকে মাকসুদ মনে করে কমান্ডারের আদেশ অমান্য করা যাবে না। তাই কমান্ডার অসুস্থ হয়ে গেলে মাকসুদ সাক্ষাৎকার দিতে চান না। হাসপাতালের বেঞ্চিতে অপেক্ষা করতে থাকেন মাকসুদ। কমান্ডার যদি অনুমতি দেন তাহলে মাকসুদ তার ভেতর পুষে রাখা অপারেশনটার কথা বলতে পারেন।
মুক্তিযুদ্ধের রণাঙ্গনে চট্টগ্রামে ঘটে যাওয়া বীর গেরিলা মুক্তিযোদ্ধাদের সাহসী বীরত্বের সত্য ঘটনা অবলম্বনে নতুন প্রজন্মের জিজ্ঞাসা আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে স্বাধীনতা দিবসের বিশেষ টেলিফিল্ম ‘সমসাময়িক’।
রচনা করেছেন রিয়াদ বিন মাহবুব। অভিনয়ে আছেন সুশোভন চৌধুরী, মো. ফোরকান, মোর্শেদুল ইসলাম, শিমলী দাস, মিখাইল মোহাম্মদ রফিক, সুনীল ধর। চিত্রগ্রহণে হাসিবুল ইসলাম আর পরিচালনায় অরিন্দম মুখার্জি। সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। টেলিফিল্মটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে আগামীকাল ২৬ মার্চ বিকাল ৩টায়।