স্বাধীনতা দিবসে বিএনপির তিন দিনের কর্মসূচি

| শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:৩০ পূর্বাহ্ণ

স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। স্বাধীনতা দিবসের ভোরে দলটির কেন্দ্রীয় কার্যালয়সহ সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করে সেখানে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এরপর সেখান থেকে ফিরে শেরে বাংলা নগর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন দলীয় নেতাকর্মীরা। খবর বিডিনিউজের।

আগের দিন ২৫ মার্চ সকাল ১০১২টা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ করবে বিএনপি। আর স্বাধীনতা দিবসের পর দিন ২৭ মার্চ সকাল ১১টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে হবে আলোচনাসভা। দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ ও জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করবে দলটি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি তুলে ধরা হয়। দেশের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের সকল কমিটি এবং অঙ্গসংগঠনগুলোকেও এই কর্মসূচি পালনের আহ্বান জানান স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘একাত্তরের যুদ্ধ ছিল গণতন্ত্র অর্জনের যুদ্ধ। আজকে তো দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের মতপ্রকাশের স্বাধীনতা নাই।

পাঠ্যপুস্তকে বীরদের কথা লিখিত নাই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমরা বিএনপির তরফ থেকে ও মুক্তিযোদ্ধাদের তরফ থেকে স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান রয়েছে, তাদের অবদানকে প্রাদপ্রদীপের আলোয় আনার চেষ্টা করব।’

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৭ মামলার আসামি হান্নান অস্ত্রসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক এ কে এম আবদুল মন্নানের মৃত্যুবার্ষিকী কাল