স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচ রাঙ্গুনিয়া

| মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রদর্শনী ফুটবল ম্যাচ জাকির হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি ও শেখ রাসেল ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধের শেষের দিকে ১-০ গোলে লিড পায় শেখ রাসেল একাদশ। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি প্রতিরোধের চেষ্টা করলেও উল্টো আরও ৩টা গোল হজম করে বসে। শেষ পর্যন্ত ৪-০ গোলে জয় পায় শেখ রাসেল ফুটবল একাদশ। খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইফতেখার ইউনুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী, সদস্য আবদুল মালেক, আলী আকবর, সাংবাদিক জগলুল হুদা, পিপলু বড়ুয়া, নূর কবির রাজু, নবীর হোসেন, প্রকৌশলী ওমর ফারুক, সোহেল খান প্রমুখ। খেলা পরিচালনা করেন মুক্তি সাধন বড়ুয়া।

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গত শনিবার আনোয়ারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় আনোয়ারায় কর্মরত সাংবাদিক একাদশ ৩-২ গোলে উপজেলা প্রশাসন একাদশকে হারিয়ে জয়লাভ করে। আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আনোয়ারা প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে উপজেলা প্রশাসনের পক্ষে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী, কৃষি কর্মকর্তা রমজান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। অপরদিকে আনোয়ারায় কর্মরত সাংবাদিক একাদশের পক্ষে অংশ নেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ন কবির শাহ সুমন, মোরশেদ হোসেন, এম আনোয়ারুল হক,নুরুল আবছার তালুকদার, জাহেদুল হক, খালেদ মনছুর, জাহাঙ্গীর আলম, ইমরান হোসেন, কোরবান আলী টিটু, মো. সোহেল, রেজাউল করিম সাজ্জাদ, রুপন দত্ত, ফরহাদ, এনামুল, জাহিদ, রিয়াদ, জাবেদ, আরাফাত প্রমুখ।

পটিয়া প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে পটিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে আদর্শ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে পটিয়া ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে চট্টগ্রাম ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য রাখেন বদিউল আলম বদি। ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিন চৌধুরী, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, হুমায়ুন কবির রাশেদ, ব্যাংকার মো. ইসলাম, ইউনুছ মেম্বার, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, সিরাজুল ইসলাম মাস্টার, ডিএম জমির উদ্দিন, সাহাবুদ্দিন, সাইফুল ইসলাম, সোহেল ইমরান, সাইফুল ইসলাম সাইফু, জসিম উদ্দিন, সাইফুদ্দিন ভোলা, সাইফুল ইসলাম জুয়েল, মো. আসিফ, ছোটন, জামশেদ, খোরশেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরেলিগেশন পর্বের শেষ খেলায় বক্সিরহাটের জয়
পরবর্তী নিবন্ধমনছুর শাহ যুব পরিষদের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন