মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন নব প্রজন্মে মুজিবের উদ্যোগে র্যালি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। সন্দ্বীপ পৌরসভার সাবেক মেয়র ও উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক জাফর উল্যা টিটুর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মনির হোসেন মনির, কালাপানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত হোসেন, এবি কলেজের সাবেক সভাপতি আকবর হোসেন সাজেদ, সাবেক মেম্বার আকবর হোসেন, রাশেদ মেম্বার, যুবলীগ নেতা এবিএস লিটনসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামীলীগের কর্মী সমর্থকবৃন্দ।